মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় শান্তি সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় শান্তি সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষে পাহাড়ে বসবাসরত সব সমপ্রাদায়কে নিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে শান্তি সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এসময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সাবেক মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, সাবেক পার্বত্য জেলা পরিষদ সদস্য মনিন্দ্র কিশোর এিপুরা, সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নাছির আহম্মদ চৌধুরী, সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন। স্বাগতবক্তব্য রাখেন মানবাধিকার কর্মী  শাহেনা আক্তার।

মাটিরাঙ্গা উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা নাগরিক ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক মো. নুরুল আলম, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. হারুন উর রশীদ, মাটিরাঙ্গা বেসরকারি মাধ্যমিক  শিক্ষক সমিতির প্রতিনিধি মাটিরাঙ্গা আলীম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো.সলিমউল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর ফয়েজুল্ল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সমপ্রীতি সমাবেশে বক্তারা সামপ্রতিক ঘটনাকে পাহাড়ের সামপ্রদায়িক সমপ্রীতির জন্য হুমকি উল্লেখ করে বলেন, একটি বিশেষে মহল শান্ত পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্র করছে। তাদের সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজী, সন্ত্রাস বন্ধে অভিযান পরিচালনার  দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল শান্তি স্থাপনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান। প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পাহাড়ে সব বিভেদ ভুলে নিজেদের মধ্যে সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুন্ন রাখার উপর জোর দিতে হবে। 

তিনি আরও বলেন, কারও উস্কানিতে সামপ্রদায়িক-সমপ্রীতি নষ্ট করা যাবে না। নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। বিশেষ কোন গোষ্ঠিকে পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরির সুযোগ দেয়া যাবে না। 

টিএইচ